কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে জনসচেতন মূলক প্রচার-প্রচারণা করতে মাঠে নেমেছে প্রশাসন। প্রান্তিক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা যাতে কোটা বিরোধী গুজবের ফাঁদে না পড়ে সে লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জনসচেতন মূলক প্রচার-প্রচারণা চালাচ্ছেন উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার বালারহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম শিক্ষার্থী ও শতাধিক অভিভাবকদের মাঝে জনসচেতন মূলক প্রচার-প্রচারণা চালাতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমানের নেতৃত্বে উপজেলার সদর, বড়ভিটা শাহবাজার, নাওডাঙ্গার বালারহাট ও গংগাহাট বাজারে গিয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনে গুজব জড়িয়ে মিছিল সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না হয় সেই লক্ষ্যেই মাঠ পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জনসচেতন মূলক প্রচার- প্রচারণা চালাচ্ছেন। এ সময় ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নাজমুস সাকিব সজিবসহ বিপুল সংখক পুলিশ উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান জানান, সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার মহাদয়সহ বিভিন্ন এলাকায় গিয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনে গুজব ছড়িয়ে আন্দোলনে অংশ না দেয় সেলক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জনসচেতন মুলক প্রচার- প্রচারণা হয়েছে। পাশাপাশি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নসহ বেশ কিছু স্পটে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এআই