কোটা সংস্কার আন্দোলন চলাকালে অপেশাদার আচরণের কারণে সময় টিভির ভিডিও জার্নালিস্ট মো. শরীয়তুল্লাহকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ৷ একই সঙ্গে তাকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে৷
বৃহস্পতিবার (১৮ জুলাই) সময় টিভির মানব সম্পদ বিভাগ থেকে তাকে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়।
এতে বলা হয়েছে, বুধবার (১৭ জুলাই) রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় দায়িত্বরত অবস্থায় অপেশাদার আচরণের কারণে সময় টিভির ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ন হয়।
উল্লেখ্য, গতকাল (১৭ জুলাই) রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দায়িত্ব পালনকালে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সদস্যদের গুলি করার অনুরোধ করেন সময় টিভির ভিডিও জার্নালিস্ট মো. শরীয়তুল্লাহ৷ যা পরে ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি ব্যাপক সমালোচনারও জন্ম দেয়।