এইমাত্র
  • মঙ্গলবার থেকে সীমিত পরিসরে ঢামেকের আউটডোর চালু
  • ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ২ জলদস্যু আটক
  • হাজী সেলিম ৫ দিনের রিমান্ডে
  • ডায়মন্ডের নামে ‘কাচের টুকরো’, ঠকছেন হাজারো গ্রাহক
  • এক মাসেই বিদ্যালয়ের ২০ ছাত্রীর বিয়ে
  • ২৭ বছর পর আদমশুমারি গণনাকে ঘিরে দুই দিনের কারফিউ ইরাকে
  • ময়মনসিংহে বিএনপি নেতা বাচ্চুকে বহিষ্কার
  • বাড়ল এলপি গ্যাসের দাম
  • বন্যায় মৃত্যু বেড়ে ৬৭
  • সাবেক ১৮ মন্ত্রী ও ৮ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • আজ সোমবার, ১৮ ভাদ্র, ১৪৩১ | ২ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    কটিয়াদীতে শিক্ষার্থীদের বিক্ষোভে হামলায় আহত অর্ধশত

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৭:৪৮ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৭:৪৮ পিএম

    কটিয়াদীতে শিক্ষার্থীদের বিক্ষোভে হামলায় আহত অর্ধশত

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৭:৪৮ পিএম

    কিশোরগঞ্জের কটিয়াদীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় অর্ধশত আহত হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কটিয়াদী বাজারে এই ঘটনা ঘটছে৷ এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।

    মিছিল নিয়ে আসা শিক্ষার্থীদের দাবি, শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের আতর্কিত হামলায় তাদের অন্তত অর্ধশত ছাত্র আহত হয়েছে৷ আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারা।

    শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, সকালে কটিয়াদী সরকারি কলেজ গেইট থেকে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা চলমান কোটা বিরোধী আন্দোলনের বিভিন্ন দাবি নিয়ে মিছিল বের করে৷ কলেজ রোড হয়ে বাজার ঘুরে উপজেলা পরিষদ রোডে যাওয়ার সময় আগে থেকেই অবস্থান করা ছাত্রলীগ, যুবলীগের সমর্থকরা তাদের ওপর আতর্কিত রামদা, কুড়াল ও দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়৷ এতে অর্ধশত ছাত্র আহত হয়েছে৷ এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় চারদিকে আতংক ছড়িয়ে পড়ে।

    মিছিল শুরুর পূর্বে শিক্ষার্থীরা বলেন, তাদের এক দফা দাবি কোটা সংস্কার, শিক্ষার্থীদের উপর হামলা এবং প্রধানমন্ত্রী অবমানকর বক্তব্য প্রত্যাহারের দাবিতে তাদের শক্ত অবস্থান তুলে ধরে যতদিন না অব্দি কোটা সংস্কার হবে তাদের এক দফা দাবি মানা না হবে ততদিন তাদের আন্দোলন চালিয়ে যাবে।

    কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করে বলেন, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে৷ পুলিশের টহল রয়েছে বাজারে৷

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…