এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    ইবি: ‘পশুত্ব কবর দিয়ে পুরুষত্ব জাগ্রতের আহ্বান’

    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৩:৩৮ পিএম
    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৩:৩৮ পিএম

    ইবি: ‘পশুত্ব কবর দিয়ে পুরুষত্ব জাগ্রতের আহ্বান’

    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৩:৩৮ পিএম

    পার্শ্ববর্তী দেশ ভারতে এক মেডিকেল ডাক্তারের উপর পাশবিক নির্যাতন ও নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র প্রায় অর্ধশত শিক্ষার্থী। এসময় পশুত্বকে কবর দিয়ে পুরুষ হিসেবে জাগ্রত হওয়ার আহ্বান জানানো হয়।

    শনিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বেলা পৌনে ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেন।

    প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা, ‘কলকাতা আর জি কর মেডিকেল হওয়া নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও উপযুক্ত বিচার দাবি করা হয়। এছাড়াও উক্ত ঘটনার পুনরাবৃত্তি যেন কোনভাবে আর না ঘটে সেজন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত ঘটনার বিচার করে একটি দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান করা হয় এই ছাত্র সমাবেশ থেকে।’

    শিক্ষার্থীরা ভারত সরকারকে পরামর্শ দিয়ে বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের হস্তক্ষেপ না করে নিজেদের আইন সংস্কারের মাধ্যমে এসব নারকীয় ঘটনা বন্ধে পরামর্শ দেওয়া হয় উক্ত সমাবেশ থেকে। এসময় নারীদের সুরক্ষার বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণেরও দাবি করা হয়।’

    এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কর্মী তৌহিদুল ইসলাম বলেন, বাংলাদেশসহ বিশ্বের যেকোনো জায়গায় এমন মানবাধিকার লঙ্ঘিত ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ নৃশংস ঘটনার বিচার চাই।

    সাদিয়া মাহমুদ মীম বলেন, আমি আজ ভীত, শঙ্কিত। পশুত্বকে কবর দিয়ে পুরুষ হিসেবে নিজেদের জাগ্রত করুন। আমার হুশিয়ার ধর্ষণ কিংবা লাঞ্চিত বিষয়ক মামলাগুলো দ্রুত তদন্তের মাধ্যমে বিচার করুন।

    সার্বিক বিষয়ে ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘একটা পরিতাপের বিষয়ে যে আমরা পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বের হতে পারছি না। আমরা আপনাদের অনুরোধ করে বলতে চাই আপনারা অন্যের মা বোনের দিকে লোলুপ দৃষ্টিতে তাকানো থেকে বেরিয়ে আসুন।’

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…