পারনার চাটমোহর উপজেলার ৫নং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেনের দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে মানববন্ধন করেছে হরিপুর ইউনিয়ন সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা।
রবিবার (১৮ আগস্ট) সকাল ১০টায় হরিপুর ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ দিন থেকে চেয়ারম্যান পরিষদে তালা দিয়ে পালিয়ে গেছেন। ওই ইউনিয়নের শত শত মানুষ এখন দুর্ভোগের মধ্যে আছেন। নাগরিক সনদ, জন্মনিবন্ধন সহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে না পারায় ভোগান্তির যেন শেষ নেই।
বক্তারা আরও বলেন, তার মত অযোগ্য, দুর্নীতিগ্রস্থ চেয়ারম্যান আমরা চাই না। অবৈধ পন্থায় সে টাকার পাহাড় করেছে। তার মতের বিরুদ্ধের লোকদের গত ১৬ বছর ধরে হামলা, মামলা, নির্যাতন করেছে। জমি দখল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা পকেটস্থ করেছেন। সাবেক সংসদ মকবুল এমপির বিশেষ আশির্বাদ পুষ্ট থাকায় তিনি সব অপকর্ম করে পার পেয়ে গেছেন।
বক্তারা অতিসত্বর তার পদত্যাগ এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান। তা না হলে তার বিরুদ্ধে আন্দোলন অব্যহত থাকবে বলে ঘোষণা করেন বক্তারা।
এআই