ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশাচালক মো. রনির মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৮ সেপ্টেম্বর) হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আলতাফ হোসেন আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের হাতে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেফতার হন জর্জ।
জানা যায়, গত ১৯ জুলাই দুপুরে মোহাম্মদপুর থানা এলাকার নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হন রনি। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার মা মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এসএফ