এইমাত্র
  • গণঅভ্যুত্থানের বীরগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা
  • বায়তুল মোকাররমে সংঘর্ষ: কী ঘটেছিল জানালেন মুসল্লিরা
  • বিদেশি শিক্ষার্থী প্রবেশে আরও কঠোর পদক্ষেপ কানাডার
  • বাবা-মা ও ভাইয়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফাজ্জল
  • গ্রেপ্তার শিক্ষার্থীদের রাতভর জিজ্ঞাসাবাদ, তথ্য যাচাই করছে পুলিশ
  • ইসরাইলকে ‘বিপর্যয়কর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা, জাবির ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
  • ফলো অনের শঙ্কা নিয়ে চা বিরতিতে টাইগাররা
  • কারাগারে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
  • খাগড়াছড়ির পর রাঙামাটিতেও সংঘাত, ধাওয়া-পাল্টা ধাওয়া
  • আজ শুক্রবার, ৫ আশ্বিন, ১৪৩১ | ২০ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    আমতলীতে বাড়ছে পলিথিনের ব্যবহার, হুমকিতে জনস্বাস্থ্য এবং পরিবেশ

    মো. সাইদুর রহমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ এএম
    মো. সাইদুর রহমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ এএম

    আমতলীতে বাড়ছে পলিথিনের ব্যবহার, হুমকিতে জনস্বাস্থ্য এবং পরিবেশ

    মো. সাইদুর রহমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ এএম

    পলিথিনের দূষণে জনস্বাস্থ্য ও প্রকৃতি-পরিবেশ হুমকির কবলে পড়ছে। অপচনশীল পলিথিনের যত্রতত্র ব্যবহারে ভরাট হচ্ছে নদী-নালা, খাল-বিল। দূষিত হচ্ছে পানি। বিষ ছড়াচ্ছে বাতাসে। শুধু তাই নয়, পলিথিন বর্জ্যরে কারণে উর্বরতা হারাচ্ছে মাটি।

    সরেজমিনে দেখা গেছে বরগুনা জেলার আমতলী উপজেলায় পলিথিনের ব্যাপক ব্যবহার বেড়েছে। ক্ষুদ্র একটি জিনিস থেকে শুরু করে প্রতিটি পণ্যই এখন পলিথিনের ব্যাগে করে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন দোকানিরা।

    আমতলী শহরের স্থানীয় ব্যবসায়ী ইব্রাহিম বলেন, আমাদের শহরে দ্রুত বৃদ্ধি পাচ্ছে পলিথিন। এতে নদী-নালা খাল-বিল, রাস্তাঘাটে অতিরিক্ত পলিথিনের আবর্জনার।

    চাওরা ইউনিয়নের কৃষক লতিফ গাজী বলেন, পলিথিন আমাদের বহু ক্ষতি করে। এই পলিথিন জমিনের নিচে পড়লে ধানের গুছাটা লাল হইয়া যায়। উপজেলার বিভিন্ন স্থানে গাড়িতে করে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে এ নিষিদ্ধ পলিথিন।

    আমরা আমতলীবাসী সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান বলেন, আমরা জানি পরিবেশ দূষণের কারণে পলিথিনকে সরকার নিষিদ্ধ করেছিল। কিন্তু ইদানীং আমরা পলিথিন বন্ধের ব্যাপারে সরকার বা আইনপ্রযোগকারী সংস্থার পক্ষ থেকে কোনো মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখছি না। আইন প্রয়োগ করতে হবে। আইন শুধু কাগজে-কলমে থাকলে হয় না।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, পলিথিনে বর্জ্য আমরা যত্রতত্র ফেলছি। এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। নর্দমাগুলোয় পলিথিন আটকে থাকে। এতে পানি জমে থাকে। পানি জমে থাকায় মশার বংশ বৃদ্ধি পায়। কিছু মানুষকে দেখা যায়, বর্জ্য পদার্থ আগুনে পুড়াচ্ছে। পলিথিন পুড়ালে এর প্রভাব পড়ে মানবদেহ। এমনকি মানবশরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সারসহ বিভিন্ন মারাত্মক রোগ।

    আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রাফুল আলম বলেন, পলিথিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুটি প্রচলিত আইন আছে। এই দুই আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়েও করা হয়ে থাকে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…