এইমাত্র
  • গণঅভ্যুত্থানের বীরগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা
  • বায়তুল মোকাররমে সংঘর্ষ: কী ঘটেছিল জানালেন মুসল্লিরা
  • বিদেশি শিক্ষার্থী প্রবেশে আরও কঠোর পদক্ষেপ কানাডার
  • বাবা-মা ও ভাইয়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফাজ্জল
  • গ্রেপ্তার শিক্ষার্থীদের রাতভর জিজ্ঞাসাবাদ, তথ্য যাচাই করছে পুলিশ
  • ইসরাইলকে ‘বিপর্যয়কর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা, জাবির ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
  • ফলো অনের শঙ্কা নিয়ে চা বিরতিতে টাইগাররা
  • কারাগারে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
  • খাগড়াছড়ির পর রাঙামাটিতেও সংঘাত, ধাওয়া-পাল্টা ধাওয়া
  • আজ শুক্রবার, ৫ আশ্বিন, ১৪৩১ | ২০ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    সিরাজগঞ্জে দুর্বৃত্তদের হামলায় নিহত ১

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম
    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

    সিরাজগঞ্জে দুর্বৃত্তদের হামলায় নিহত ১

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্বৃত্তদের হামলায় সবুজ আলী শেখ (২৮) নামে একজন নিহত হয়েছেন। তিনি বরেন্দ্র এক্সপ্রেস বাসের চেকার ছিলেন।

    শুক্রবার (২০ সেপ্টেম্বর') ভোর রাতের দিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গার ধোপাকান্দি এলাকার একটি ইটভাটার পাশে এ হামলার শিকার হন। নিহত সবুজ আলী শেখ সলঙ্গা থানার রশিদপুর পূর্ব পাড়া গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে।'

    স্থানীয় সাবেক ইউপি সদস্য মোহাব্বত আলী শামীম জানান, দীর্ঘদিন বরেন্দ্র এক্সপ্রেস বাসের চেকার হিসেবে নিহতের ভাই ফিরোজ আলী কাজ করে আসছিল। হঠাৎ ফিরোজ অসুস্থ হয়ে পড়ায় তার ছোট ভাই সবুজ আলী ভাইয়ের পরিবর্তে ডিউটিতে যায়। ডিউটির দিন রাত ২ টা ১৫ মিনিটে সবুজের সঙ্গে ফিরোজের কথা হয়।

    এরপর থেকে সবুজের ফোন বন্ধ পাওয়া যায়। সবুজের ফোন বন্ধ থাকায় অন্য গাড়ির চেকারদের জানায়, সবুজের ফোন বন্ধ। তখন অন্য গাড়ির চেকাররা অনেক খোঁজাখুজির পর ইটভাটার পাশে আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)। তাজউদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…