আজ মঙ্গলবার (১ অক্টোবর) চুল দিবস। নুমি নামক যুক্তরাষ্ট্রের এক হেয়ার স্টাইল কোম্পানি ২০১৭ সালে দিবসটির প্রচলন করে।
বিচিত্র এ দিনটি পালন করতে আজ আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন চিরুনি কিংবা চুলের যত্নআত্তির যেকোনো সরঞ্জাম।
নারীর কাছে চুল মানে তো কেবল চুল নয়, সৌন্দর্যের এক অনুপম অনুষঙ্গ। পুরুষের কাছেও কম নয়। যার মাথায় চুল নেই, শুধু তিনিই জানেন চুল না থাকার যন্ত্রণা।
চুলের যত্ন নিয়ে যুগ যুগ ধরে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেছে মানুষ। জানা যায়, রানি ক্লিওপেট্রা নাকি গাধার দুধ দিয়ে চুল ধুতেন।
চুল যেমন সৌন্দর্যের অনুষঙ্গ, তেমনই আত্মবিশ্বাসেরও দারুণ এক উৎস। সেই যে প্রবাদ, যে রাঁধে সে চুলও বাঁধে। কখনো কখনো ক্ষমতার দাপট বোঝাতেও আমরা চুলের কথা বলি। যেমন- তুমি আমার একটা চুলও ছিঁড়তে পারবে না।
এবি