এইমাত্র
  • ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম
  • শত্রুদের বিরুদ্ধে লড়ার আহ্বান খামেনির
  • সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • কুমিল্লায় সমন্বয়কের করা মামলায় আসামি মৃত ২ আ.লীগ নেতা!
  • ভালুকায় মায়ের হাতে মেয়ে খুন, মা গ্রেপ্তার
  • শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত জাতিসংঘ মহাসচিব
  • প্রথম পর্যায়ে ১৮ হাজার শ্রমিক নেওয়া হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • মুসলিম বিশ্বের সবার শত্রু একই: জুমার খুতবায় খামেনেয়ি
  • সাধন চন্দ্র মজুমদার ৭ দিনের রিমান্ডে
  • প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
  • আজ শনিবার, ২০ আশ্বিন, ১৪৩১ | ৫ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    কোটি টাকার ফেব্রিক্সের চালান আটকের ঘটনায় তদন্ত কমিটি

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৪ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৪ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পিএম

    কোটি টাকার ফেব্রিক্সের চালান আটকের ঘটনায় তদন্ত কমিটি

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৪ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পিএম

    বেনাপোল স্থলবন্দরের ১৭ নম্বর শেডে খালাসকৃত প্রয়োজনীয় কাগজপত্র বিহীন কোটি টাকার পণ্যচালান আটকের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। তিন কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

    বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, আটককৃত পণ্য চালানটি ডকুমেন্টস বা কাগজপত্রবিহীন অবস্থায় শেডে কিভাবে লোড-আনলোড করা হয় এবং উক্ত ঘটনায় কে বা কারা জড়িত ইত্যাদি সরেজমিন যাচাইপূর্বক মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য বৃহস্পতিবার তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।

    বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতনকে আহবায়ক, মোহাম্মদ কামরুল হাসান পলাশকে সদস্য সচিব ও সহকারী পরিচালক (ট্রাফিক) ফয়সাল আহসানকে সদস্য করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

    গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বেনাপোল কাস্টমস কর্তৃক আটককৃত পণ্যচালানটি পাচার ও চোরাকারবারির সাথে জড়িতদের দায়-দায়িত্ব নির্ধারণপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দেওয়ার জন্য তিন কার্যদিবস তাদের সময় দেওয়া হয়েছে।

    বন্দরের কারো দায়িত্ব পালনের অবহেলা থাকলে তার বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান এই বন্দর কর্মকর্তা।

    বেনাপোল বন্দরের ১৭ নম্বর শেড থেকে কাগজপত্র বিহীন ভারতীয় শাড়ীসহ ৪৮৫ প্যাকেজ ফেব্রিক্সের একটি চালান আটক করা হয়েছে। আটককৃত পণ্য চালানটির মোট ওজন ১৭ হাজার কেজি। যার শুল্ককরসহ মোট মূল্য প্রায় এক কোটি ৭০ লাখ টাকা বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।

    সোমবার রাতে বেনাপোল বন্দরের ১৭ নম্বর শেড থেকে পণ্য চালানটি আটক করা হয়েছে বলে জানান বেনাপোল শুল্কভবনের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী।

    পিএম

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…