এইমাত্র
  • অন্তবর্তীকালীন সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না: ফাওজুল কবির
  • জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে
  • রাখাইনে জান্তার সেনা সদর দপ্তর দখল করলো আরাকান আর্মি
  • বড় খেলোয়াড়দের কূটকৌশল পুঁজিবাজার অস্থিতিশীল করে: অর্থ উপদেষ্টা
  • আমাদের রান্না ঘরে উঁকি দেওয়ার চেষ্টা করবেন না: জামায়াত আমীর
  • চাঁদাবাজের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার
  • ‘পরিবহন খাতে আগে একদল দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, এখন অন্যদল জড়িত’
  • গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ
  • সোমবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফের দাফন
  • আজ শনিবার, ৭ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪
    বিনোদন

    দিনক্ষণ দেখে প্রেমটা হয় না, আমার প্রেম হয় হুটহাট: স্বস্তিকা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম

    দিনক্ষণ দেখে প্রেমটা হয় না, আমার প্রেম হয় হুটহাট: স্বস্তিকা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম

    পূজা উপলক্ষে ওপার বাংলায় মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির নির্মিত নতুন সিনেমা 'টেক্কা'। যেখানে একসঙ্গে অভিনয় করেছেন দেব-স্বস্তিকা। বহুদিন বাদে প্রাক্তন প্রেমিক সৃজিতের ছবিতে কাজ করেছেন এ অভিনেত্রী।


    এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'সৃজিতের সঙ্গে যোগাযোগটা যেহেতু রয়েছে, তাই আলাদা করে কিছু ফিল করতে পারছি না। কাজের বাইরে আমাদের দেখা হতোই। খেতে গিয়েছি। একসঙ্গে বেরও হয়েছি। বন্ধু হিসেবে দুজনের সম্পর্কটা আছে। সৃজিত খুব খেতে ভালোবাসে। আমিও তাই। যে কারণে দীর্ঘদিন পর কাজ করলেও নতুন করে কিছু ফিল হয়নি।'

    নিজের প্রাক্তন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'সৃজিত অনেক শান্ত হয়েছে। আজকাল কাজের সময় ফোন কম চেক করে। সোশ্যাল মিডিয়ার এডিকশন ছিল। দেখলাম সেটাও অনেকটাই কমেছে। আর একটা বিষয় দেখে ভালো লাগল, আমাদের ডিওপি থাকা সত্ত্বেও বেশ কিছু শট সৃজিত নিজে নিয়েছে। এই বিষয়টা নিয়ে আমি খুব ইয়ার্কি মেরেছি। বলেছি- যে শর্টগুলো সৃজিত নিয়েছে, সেগুলো অন্যদের থেকে বেশি ভালো হয়েছে।'

    দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রশ্নে স্বস্তিকা বলেন- দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিতে দেব যে অভিনয়টা করেছে, অন্য কোনো ছবিতেই করেনি। আমি নিশ্চিত, এরপরে হয়তো করবে। এই ধরনের অভিনয়গুলো শিখে গেছে ছেলেটা। আগামী দিনে আমি ওর সঙ্গে আরো কাজ করতে চাই। 'টেক্কা'-তে আমাদের স্ক্রিন টাইম কম ছিল।

    এ বছর পূজার প্ল্যান জানিয়ে অভিনেত্রী বলেন, 'ছোটবেলা থেকে দেখেছি মা ঘাটে দুর্গাপূজা করতেন। আমি এখনো সেটা করি। সেজন্য পুজার সময় কলকাতায় থাকাটা আমার কাছে খুব জরুরি। মায়ের ওই একটা জিনিস আমি রেখে দিয়েছি। ছোট থেকে দেখেছি বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় সত্যনারায়ণ পূজা হতো। এবার পূজায় কলকাতাতেই থাকতে চাই।'

    ব্যক্তিজীবনে একাধিকবার প্রেমে পড়েছেন স্বস্তিকা। পূজায় প্রেম হয়েছে কি না, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন- '(হাসি) সারাবছর প্রেম করায় আমি বিশ্বাসী। পূজা কিংবা ভ্যালেন্টাইনস ডে- ওরকম দিনক্ষণ দেখে প্রেমটা হয় না। আমার প্রেম হয় হুটহাট। এখন তো কাজের ঠেলায় সময়ও পাচ্ছি না। তার মধ্যে আমার যে প্রতিবাদী সত্ত্বা মানুষের সামনে এসেছে, তাতে আর কখনো প্রেম হবে কি না জানি না।'

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…