বরগুনার পাথরঘাটায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২ টায় পাথরঘাটার উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রোকনুজ্জামান খান । আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ এর সকল কার্যক্রম সফল করতে সকল জেলে, চেয়ারম্যান, মেম্বরসহ সকলকে সরকারের আইন মেনে চলতে সহয়তা করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন, কাকচিড়া নৌ পুলিশ ইনচার্জ এ এইচ এম লুৎফর রহমান ,সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.হাসিবুল হক।
এমআর