এইমাত্র
  • ভিসা কার্যক্রম নিয়ে নতুন করে যা জানাল ভারত
  • চার অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তারের অনুমতি
  • ইয়াহিয়া সিনওয়ার নিহত : ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী
  • হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহতের গুঞ্জন
  • এবার ডিম আমদানিতে শুল্ক ছাড়
  • শেখ হাসিনা ভারতে আছেন, থাকবেন: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
  • প্রতিটি শহীদ পরিবার পাবে ৩০ লাখ টাকা: মাহফুজ
  • আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার
  • হজ প্যাকেজ ৪ লাখ টাকা করার দাবি
  • বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানার খবর
  • আজ শুক্রবার, ৩ কার্তিক, ১৪৩১ | ১৮ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে অস্ত্র ও গুলিসহ আন্ত:জেলা ডাকাতদলের ৮ সদস্য গ্রেফতার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১১:৪২ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১১:৪২ পিএম

    মুন্সিগঞ্জে অস্ত্র ও গুলিসহ আন্ত:জেলা ডাকাতদলের ৮ সদস্য গ্রেফতার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১১:৪২ পিএম

    মুন্সিগঞ্জে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে পৃথক ডাকাতির ঘটনায় অস্ত্র ও গুলি সহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

    নিজস্ব সোর্সের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গত কয়েকদিনে তাদের গ্রেফতার করা হয়।

    পুলিশ সুপার জানান, গত ২৬ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া মহাসড়কে উপজেলার যশুরগাঁও এলাকায় ব্যবসায়ী রফিকুল ইসলামের প্রাইভেটকার আটকে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন মামলা হলে অভিযানে নামে পুলিশ। গেল বুধবার অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত মো. কামাল পহলান (৪২)কে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

    পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর ডাকাত সদস্য মো. আলমগীর (৪৫), রাজিব হাওলাদার (৪৩), মো. মোখলেছ (২৩), মো. রবিন (২৩) ও মোহাম্মদ হেলালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগজিন, ২৮ রাউন্ড গুলি, দুটি মোবাইল ফোন, দুটি বিদেশি হ্যান্ডব্যাগ, দুটি ডেবিট ও একটি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।

    অপরদিকে, একই মাসের ২৭ তারিখ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯/১০ জনের ডাকাত চক্র ব্যবসায়ী তাজউদ্দিন ও চাইনিজ নাগরিক লিওর গাড়ি আটকে ডাকাতির ঘটনায় ঘটনায়। এ ঘটনায় গজারিয়া থানায় মামলা হলে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে ঘটনায় জড়িত রাহাত মিয়া (২১) ও মো. শাহীন (২২)কে গ্রেফতার করা হয়।

    পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে। ডাকাতির ঘটনায় অন্য কোন মোটিভের বিষয় ও বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…