এইমাত্র
  • মালদ্বীপের সমুদ্র সৈকতে ফের বিয়ে করলেন সানি লিওন
  • গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
  • মালয়েশিয়ায় মানব পাচারের শিকার ৬ বাংলাদেশি উদ্ধার
  • পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক-খাগড়াছড়ি
  • ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে উদ্বেগ সিপিজের
  • নওগাঁয় গোবরচাঁপা বাজারে ককটেল বিস্ফোরণ, ৬টি উদ্ধার
  • মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয় প্রার্থী
  • ফেরার দুই সপ্তাহ পরে আবারও ইনজুরিতে নেইমার
  • ট্রাম্প নাকি কমলা, কে পাচ্ছেন হোয়াইট হাউসের টিকিট
  • বাউফলে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
  • আজ মঙ্গলবার, ২১ কার্তিক, ১৪৩১ | ৫ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    ‘প্রতিপক্ষকে ফাঁসাতেই মূর্তি ভেঙেছিলেন বীরেন’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম

    ‘প্রতিপক্ষকে ফাঁসাতেই মূর্তি ভেঙেছিলেন বীরেন’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম

    পঞ্চগড়ের আটোয়ারীতে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে এবং জমি দখলে নিতে বিরোধীয় জমিতে দেবী সরস্বতীর মূর্তি ভেঙে ফেলে রাখার বিষয়টি স্বীকার করেছেন বীরেন চন্দ্র বর্মণ নামের এক ব্যক্তি। এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন বলে জানিয়েছেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান।

    উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝার এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (২ নভেম্বর) দুপুরে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত স্বীকারোক্তি দেন বীরেন।

    স্থানীয়রা জানান, ছেপড়াঝার এলাকার অনিল চন্দ্র বর্মণের ছেলে বীরেন চন্দ্রের সঙ্গে স্থানীয় আনছারুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধীয় জমি দখলে নিতে এবং আনছারুলকে ফাঁসাতে শুক্রবার রাতে বীরেন ওই জমিতে সরস্বতী দেবীর মূর্তি ভেঙে ফেলে রাখে। এ ঘটনায় এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরে প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বীরেনকে জিজ্ঞাসাবাদ করলে বীরেন তার ভুল স্বীকার করেন।

    লিখিত স্বীকারোক্তিতে বীরেন বলেছেন, ‘আমি আমার ক্রয়কৃত জমি মো. আনছারুল ইসলামের গোত্রের জমির অংশ দখল পাওয়ার জন্য গত শুক্রবার রাতে আমার নিজ জ্ঞানে কৌশল অবলম্বন করিয়া আমার হিন্দু সম্প্রদায়ের মূর্তি স্থাপন করি এবং নিজে মূর্তিটি ভাঙ্গিয়া দিই। ইহা আমার ভুল হয়েছে। আমার এরূপ কাজের জন্য আমি ক্ষমা প্রার্থী।

    আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে ৯৯৯-এ ফোন দিয়ে মূর্তি ভাঙার বিষয়টি জানানো হয়েছিল।

    খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সঙ্গে কথা বলি। মূলত হিন্দু সম্প্রদায়ের ওই ব্যক্তি জমিকেন্দ্রিক বিরোধের জেরে এমন কৌশল করেছিলেন। পরে তিনি ভুল স্বীকার করে মুচলেকা দেন। ধর্মীয় বিষয়কে কাজে লাগিয়ে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…