এইমাত্র
  • পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল
  • মালদ্বীপের সমুদ্র সৈকতে ফের বিয়ে করলেন সানি লিওন
  • গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
  • মালয়েশিয়ায় মানব পাচারের শিকার ৬ বাংলাদেশি উদ্ধার
  • পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক-খাগড়াছড়ি
  • ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে উদ্বেগ সিপিজের
  • নওগাঁয় গোবরচাঁপা বাজারে ককটেল বিস্ফোরণ, ৬টি উদ্ধার
  • মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয় প্রার্থী
  • ফেরার দুই সপ্তাহ পরে আবারও ইনজুরিতে নেইমার
  • ট্রাম্প নাকি কমলা, কে পাচ্ছেন হোয়াইট হাউসের টিকিট
  • আজ মঙ্গলবার, ২১ কার্তিক, ১৪৩১ | ৫ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    বাজিতপুরে হামলাকারী সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি সাংবাদিকদের

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ১২:২৪ এএম
    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ১২:২৪ এএম

    বাজিতপুরে হামলাকারী সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি সাংবাদিকদের

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ১২:২৪ এএম

    কিশোরগঞ্জের বাজিতপুরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলার স্থানীয় সাংবাদিকবৃন্দ।

    সোমবার (৪ নভেম্বর) বাজিতপুর উপজেলার বাঁশমহল নামক এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

    এদিকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার চেয়েছে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি ( বিএসসি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এম রায়হান ও সদস্য সচিব আলপনা বেগম। একইসঙ্গে বিএসসির কুইক রেসপন্স টিম অভিযুক্ত বিএনপির নামধারী হামলাকারীদের নাম ঠিকানা উল্লেখপূর্বক দলীয় ব্যবস্থা নিতে বিএনপি মিডিয়া সেলে অভিযোগ জানানোর পদক্ষেপ নিচ্ছে বলেও তারা জানান৷

    একই দিন সকালের দিকে বাঁশমহল এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কমিটির ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। মানববন্ধনের এক পর্যায়ে অস্ত্র নিয়ে হামলা করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে স্থানীয় কিছু সন্ত্রাসী।

    এ হামলার ভিডিও ফুটেজ ধারণ করতে গিয়ে আহত হন সাংবাদিক আবুল হোসেন, ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি সাব্বির আহমদ মানিক, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি খলিলুর রহমানসহ ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ডাঃ চারজন কর্মী। আক্রমনের শিকার সংবাদকর্মীদের সাথে থাকা মুঠোফোন, নগদ টাকা, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস জোরপূর্বক হাতিয়ে নেয় অজ্ঞাতরা।

    মানববন্ধনে উপস্থিত সংবাদকর্মীরা সন্ত্রাসীদের ২৪ ঘন্টার ভিতরে আইনের আওতায় আনার হুশিয়ারী প্রদান করে বলেন, আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার কেনো হবো? রাজনৈতিকতার নামে কিছু দুর্বৃত্তের এতো সাহস কোত্থেকে আসলো? আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ নিয়ে মামলা প্রক্রিয়া চলমান বলে জানান আহত সংবাদকর্মীরা। সংবাদকর্মীদের উপর হামলার ঘটনায় বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, দ্রুত সময়ের ভিতরে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

    মানবন্ধনে উপস্থিত ছিলেন এশিয়ান টিভি উপজেলা প্রতিনিধি মো. আল আমিন, বাংলা টিভির মো. খসরু মিয়া, ভোরের কাগজের মো. জসিম উদ্দীন, মানবজমিনের হোসেন মাহবুব কামাল, আজকের বসুন্ধরার আব্দুস ছলিম, দৈনিক আস্থার আশরাফুল ইসলাম প্রমুখসহ আহত সংবাদকর্মীরা।

    সোমবার সকাল ১০টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাজিতপুর শাখার পক্ষ থেকে হুমাইপুর ইউনিয়নে দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে সম্প্রতি অহেতুক গায়েবী মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে একটি মানববন্ধনের আয়োজন করা হয় উপজেলার বাঁশমহল এলাকায়।

    শান্তিপূর্ণভাবে মানববন্ধন চলার মুহূর্তে হঠাৎ অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় সংবাদ সংগ্রহের সময় বেধড়ক মারপিটের শিকার হয় কয়েকজন গণমাধ্যম কর্মী। তাদের হামলায় আহত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের বাজিতপুর উপজেলা সাধারণ সম্পাদক ডাঃ সেলিম হায়দার সহ কয়েকজন কর্মী।

    স্থানীয়রা জানান, মানববন্ধনে হামলাকারী সন্ত্রাসীদের অনেকেই বিএনপির সমর্থক হিসাবে এলাকায় পরিচিত। কিছুদিন ধরে তারা বিএনপির নাম ভাঙ্গিয়ে নানান অপকর্মে চালিয়ে আসছে। মিথ্যা মামলা থেকে শুরু করে চাঁদাবাজিসহ নানান অপকর্মের সাথে তারা জড়িত৷

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…