নীলফামারীর ডোমারে ধান ও খড় রাখা নিয়ে দ্বন্দ্বে বাবা রবিউল ইসলাম সাবুল (৫০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে আবু বক্কর সিদ্দিক (২৪)।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া (যাদুরবাধ) গ্রামের চিলাহাটি প্রামাণিক পাড়ায় এই ঘটনাটি ঘটেছে।
নিহত রবিউল ইসলাম ওই গ্রামের বাসিন্দা ও ঘাতক সিদ্দিকের বাবা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। এঘটনার পর থেকে ছেলে সিদ্দিক পলাতক রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে ধান ও খড় রাখা নিয়ে রবিউল ইসলামের সঙ্গে তার ছেলে সিদ্দিকের কথা কাটাকাটি হয়। এ সময় ছেলে সিদ্দিক ঘরের ভেতর থেকে ধারালো দা এনে তার বাবার কোমরে ও কাঁধে কোপ মারে। এতে রবিউল গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পরে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ঘাতক ছেলে ঘটনার পর থেকে পলাতক রয়েছে, তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এআই