খাগড়াছড়িতে মামুন হত্যা মামলার আসামি ও হত্যাকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির মূলহোতা মো. দিদারুল আলমসহ চারজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের দামপাড়া এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।
দিদার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়াও ৪০টি মামলার পলাতক আসামি। জানা গেছে, গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা দিদারুল আলমের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী ১৫টির বেশি মামলা রয়েছে।
এদিকে গ্রেফতার হওয়া চারজনের মধ্যে দিদারুল আলম ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দীন ফিরোজের নাম জানা গেছে। অপর দুইজনের নাম জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। তিনি জানান, গ্রেফতারকৃতদের আনতে জেলা পুলিশের একটি টিম চট্টগ্রামের উদ্দেশ্য রওনা হয়েছে।
এবি