এইমাত্র
  • ডা. তাসনিম জারাকে আইনি নোটিশ, শবনম ফারিয়ার প্রতিবাদ
  • আইন উপদেষ্টাকে জড়িয়ে নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন মিথ্যা: আইন মন্ত্রণালয়
  • পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • জব্বারের বলীখেলা: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
  • পাকিস্তানের পাল্টা সিদ্ধান্তে বড় ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইন্স
  • ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
  • 'ভারতকে পরিণাম ভোগ করতে হবে’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি
  • কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি
  • কাশ্মিরে হামলা ভারতের ‘সাজানো’ ঘটনা
  • ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
  • আজ শনিবার, ১২ বৈশাখ, ১৪৩২ | ২৬ এপ্রিল, ২০২৫
    রাজধানী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১১:৫৩ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১১:৫৩ এএম

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১১:৫৩ এএম

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সজীব (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    বুধবার (২০ নভেম্বর) মধ্যরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।

    সজীব ডেমরার সারুলিয়ার শুকুরশী এলাকায় মোহাম্মদ মোস্তফার ছেলে। সে পল্টনের স্টেডিয়াম এলাকায় মোবাইল মেরামতের কাজ করতো।

    সজিবের বন্ধু মো. সোহেল জানান, সজিব গুলিস্তানে স্টেডিয়াম মার্কেটে একটি স্পোর্টসের দোকানে কর্মচারী। তাদেরই সজীব নামে আরেক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান ছিল বুধবার রাতে। তারা বেশ কয়েকজন বন্ধু মিলে বকশিবাজার রোকেয়া কুঞ্জে নামে কমিউনিটি সেন্টার সেই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। রাত ২টা কিছু আগে সজিব কমিউনিটি সেন্টার থেকে বাইক নিয়ে ঘুরতে বের হয়। তার বাইকের পিছনে বসা ছিল ঈশান এবং আরেকটি বাইকে ছিল মুজাহিদ। এর কিছুক্ষণ পর জানতে পারেন, টিএসসিতে দুর্ঘটনা ঘটেছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, পরবর্তীতে জানতে পেরেছি, টিএসসি এলাকায় মুজাহিদের মোটরসাইকেলটির পেছনে ধাক্কা দেয় সজীবের মোটরসাইকেলটি। এতে দুটি মোটরসাইকেল নিয়েই ৩ জন ছিটকে পড়ে। গুরুতর আহত হয় সজীব এবং ঈশান। মোজাহিদও কিছুটা আহত হয়। পথচারীরাই তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে ঈশানকে।

    সজীবকে হাসপাতালে নিয়ে আসা মো. মোজাহিদ জানান, আমরা রক্তাক্ত অবস্থায় টিএসসি এলাকায় তাকে পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, ওই যুবকটি আর বেঁচে নেই।

    চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের আবেদনে শাহবাগ থানা পুলিশ মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করেছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…