এইমাত্র
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চীনের হাসপাতালের জন্য দেবীগঞ্জে জমি চিহ্নিতকরণ

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ পিএম

    চীনের হাসপাতালের জন্য দেবীগঞ্জে জমি চিহ্নিতকরণ

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ পিএম

    চীনের উপহার হিসেবে ১০০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    শনিবার (১৯ এপ্রিল) দেবীগঞ্জ পৌরসভার দো-সীমনা এলাকায় এশিয়ান হাইওয়ে সংলগ্ন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের প্রায় ২৫ একর জমি পরিদর্শন করা হয়।

    পরিদর্শনে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

    এ সময় জেলা প্রশাসক প্রাথমিকভাবে হাসপাতাল নির্মাণের জন্য ২৫ একর জমি পরিদর্শন করেন। স্থানটি প্রাথমিকভাবে নির্বাচিত হলে পরবর্তীতে চীনা কর্তৃপক্ষ সরেজমিনে এলাকা পরিদর্শন করে হাসপাতালের জন্য নির্ধারিত স্থান চূড়ান্ত করবে।

    জমি পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, “দেবীগঞ্জ উপজেলায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ হলে পঞ্চগড় ছাড়াও নীলফামারী, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন। এ ছাড়াও প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটান, এমনকি মালদ্বীপ থেকেও রোগীরা সহজে এই হাসপাতালের সেবা নিতে পারবেন।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “দেবীগঞ্জে হাসপাতাল নির্মাণের জন্য পর্যাপ্ত পরিমাণ খালি জমি রয়েছে। এ কারণে আজ জেলা প্রশাসক মহোদয় সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন।”

    উল্লেখ্য, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে রংপুর বিভাগে একটি বিশ্বমানের ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে চীন সরকার। এর পরিপ্রেক্ষিতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নাম উঠে আসছে সম্ভাব্য স্থানের তালিকার শীর্ষে, যা ইতোমধ্যে সাধারণ মানুষের দাবিতে পরিণত হয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…