এইমাত্র
  • পাকিস্তানের পাল্টা সিদ্ধান্তে বড় ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইন্স
  • ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
  • 'ভারতকে পরিণাম ভোগ করতে হবে’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি
  • কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি
  • কাশ্মিরে হামলা ভারতের ‘সাজানো’ ঘটনা
  • ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
  • জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত বাংলাদেশ
  • মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন
  • যে কোনো সময় পাকিস্তানে হামলা করতে পারে ভারত
  • ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ
  • আজ শুক্রবার, ১২ বৈশাখ, ১৪৩২ | ২৫ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    'দেশে নেতা ও দলের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি'

    রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম
    রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম

    'দেশে নেতা ও দলের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি'

    রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম

    ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন এ দেশে নেতা ও দলের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয় নি। আগে যেমন চাঁদাবাজি হয়েছে এখনও তাই হচ্ছে, শুধু লোক পরিবর্তন হয়েছে।

    বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার আয়োজনে শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন।

    তিনি আরো বলেন, ওসি সাহেব বদলী হয় কিন্তু ঘুষ সাহেব জায়গায় থাকে, ডিসি সাহেব বদলি হয় কিন্তু দুর্নীতি সাহেব অফিস ছেড়ে যান না। শুধু দল, শুধু দেশ, শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে কোন দিন শান্তি আসতে পারে না। শান্তি আসতে হলে নীতি আদর্শ পরিবর্তন করতে হবে।

    ফয়জুল করীম আরো বলেন, ৫ই আগষ্টের আগে চাঁদা গ্রহন করতো একগ্রুপ, ৫আগষ্টের পর চাঁদা গ্রহন করে অন্য গ্রুপ। চাঁদা বন্ধ হয় নি, শুধু হাত পরিবর্তন হয়েছে। গুন্ডা, ডাকাত, চাঁদাবাজের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। এরজন্য মানুষ জীবন দেয় নি, আন্দোলন হয় নি। মানুষ আন্দোলন করেছে চাঁদাবাজি বন্ধ করার জন্য। তাই এদের প্রতিহত করতে হবে।

    জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী, কমলনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ , মুফতী ইয়াহইয়া মাহমুদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামছুদ্দোহা আশরাফী, মুফতী রিজওয়ান রফিকী, কৃঞ্চানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতী আমজাদ হোসাইন আশরাফী প্রমুখ।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…