বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এ দেশের নারী জাগরণের অগ্রদূত ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ডিসেম্বর), বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, "বেগম রোকেয়া কঠোর রক্ষণশীল পারিবারিক পরিবেশে বেড়ে উঠেও সমাজে নারীর পশ্চাদপদ অবস্থান উপলব্ধি করেছিলেন। তার মতে, শিক্ষাই নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠার প্রধান হাতিয়ার। তিনি নারী শিক্ষার বিস্তার ও নারীমুক্তির জন্য কাজ করেছেন।"
তারেক রহমান আরও বলেন, বেগম রোকেয়া তার লেখনী ও সমাজকর্মের মাধ্যমে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তিনি সংসার, সমাজ ও অর্থনীতি—এই তিনটি ক্ষেত্রেই নারীদের স্বায়ত্ত্বশাসন ও আত্মমর্যাদা অর্জনে উৎসাহিত করেছিলেন।
তিনি উল্লেখ করেন, "নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়া ছিলেন প্রথম উদ্যোগী। মুসলিম নারী সমাজকে শিক্ষিত করার প্রয়াসে তাকে রক্ষণশীলদের বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল। তবে তিনি ছিলেন দৃঢ় ও অদম্য।"
বেগম রোকেয়া সম্পর্কে তারেক রহমান বলেন, "নারী সমাজকে স্বাবলম্বী করতে তিনি সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন। শত বাধা সত্ত্বেও তিনি ছিলেন নিরলস। তার কর্মময় জীবন ও আদর্শ আজও নারী সমাজকে উদ্দীপিত ও অনুপ্রাণিত করছে।"
তারেক রহমান বেগম রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বিশ্বাস করেন, বেগম রোকেয়ার সংগ্রাম এবং অবদান নারী শিক্ষার অগ্রযাত্রায় চিরকাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের প্রতীক। তার জীবন ও আদর্শ শুধু নারীদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য একটি মাইলফলক।
এসএফ