মুন্সীগঞ্জে ছাত্র-জনতার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে সজল নামের এক শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলায় মহাকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মো.রিয়াজুল ইসলাম (৭৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সে মহাকালী ইউনিয়নের প্রয়াত শাহ আলম এর ছেলে।
জানা গেছে, গেলো ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় সজল নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় তার নানী বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলায় দায়ের করেন। এই মামলায় মহাকালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম অন্যতম আসামী ছিলেন। সোমবার দুপুর দিকে ছাত্র-জনতা তাকে আটক করে থানায় নিয়ে আসলে ঐ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সজল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সিদ্দিক জানিয়েছেন, স্থানীয় ছাত্রজনতার সহায়তায় আজ দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। আর বাকি আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যহত থাকবে।
উল্লেখ্য, গেলো ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় মুন্সীগঞ্জে তিনজন মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত তিনটি হত্যা মামলা হয়।
এমআর