এইমাত্র
  • আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশ সদস্য মুকুল ট্রাইব্যুনালে
  • জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • চুলের যত্নে আদার তেল, জানুন বানানোর নিয়ম
  • অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে দুই নারী আটক
  • মেহেরপুরে ভাইদের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ
  • ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার
  • বাগেরহাটে গ্রিল ভেঙে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার লুট
  • সচিবালয়ে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয়, পরিকল্পিত: নুরুল হক
  • অন্তর্বর্তী সরকারকে প্রতিপক্ষ মনে করেন না নজরুল ইসলাম খান
  • ময়মনসিংহে ট্রাক চাপায় একই পরিবারের ৪ জন নিহত
  • আজ বৃহস্পতিবার, ১২ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    রসুন ক্ষেতে মিললো কৃষকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

    রসুন ক্ষেতে মিললো কৃষকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

    রাজবাড়ীর কালুখালীতে রসুন ক্ষেত থেকে কদম আলী শেখ (৫৭) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার ঠান্ডু মৃধার রসুন ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত কদম আলী শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া শিকদার পাড়ার মৃত ওসমান গণি শেখের ছেলে।

    এবিষয়ে কদম আলী শেখের ছেলে আবজাল শেখ জানান, সোমবার বিকেল ৪টার দিকে তার বাবা পশ্চিম হরিণবাড়িয়া বাজারে মুলা ও ধনিয়াপাতা বিক্রি করতে যান। রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার ঠান্ডু মৃধার রসুন ক্ষেতে তার বাবার মরদেহ পাওয়া যায়। ওই ক্ষেতের ভেতর দিয়েই তাদের বাড়ি থেকে পশ্চিম হরিণবাড়িয়া বাজারে যাতায়াতের রাস্তা। রাস্তা থেকে ৪/৫ হাত দূরেই ক্ষেতের মধ্যে মরদেহটি পাওয়া গেছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৩টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    আবজাল শেখ বলেন, আমার ছোট বোন পূর্ণির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ও মামলা চলছে। সে বর্তমান আমাদের বাড়িতেই থাকে। তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আমার বাবাকে হত্যা করে থাকতে পারে।

    কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, কদম আলী শেখের পরিবারের সদস্যরা দাবি করছেন তাকে হত্যা করা হয়েছে। তবে আমরা তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাইনি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

    এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…