গুমের শিকার নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গনে মানববন্ধনের আয়োজন করেন সরকারি কলেজ ছাত্রদল।
মানববন্ধনে কলেজ ছাত্রদলের আহবায়ক হাসিবুর রহমান অভির সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব ইয়াছিন বাবলু, সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, জেলা ছাত্রদল নেতা শাহাবাব চৌধুরী জিদান, শাকিব।
এছাড়া উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাহাদুর হোসেন নোবেল, ইসমাইল হোসেন রনি, মো. রাজু, আশরাফুল আলম, মো. দিপু, ইমতিয়াজ আহমেদ বাবু সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
মানববন্ধন থেকে নেতাকর্মী বলেন, গত ১৭বছর আওয়ামী লীগ আমাদের বহু নেতাকর্মীদের গুম-খুন ও নির্যাতন করেছে। বহু মায়ের বুক খালি করেছে। ৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে। পতনের পরও তারা নানান ষড়যন্ত্র করছে। তাদের সকল ষড়যন্ত্র ছাত্রজনতা রুখে দিবে।
এছাড়া যারা এদেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে, গুম-খুনের সাথে জড়িত ছিলো তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি তাদের।
এআই