নেত্রকোনায় প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগবিধি সংশোধনসহ তিনদফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ডিপ্লোমা ইন লাইভস্টকের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রাণীসম্পদ বিভাগের সামনের মূল সড়কে পূর্ব নির্ধারিত সময়ে “ডিপ্লোমা ইন লাইভস্টক” এর শিক্ষার্থীরা এই সকর্মসূচী পালন করে।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, নির্ধারিত বিষয়ে পাস করার পরও শিক্ষার্থীরা বেকার দিন কাটাচ্ছেন। যেখানে তাঁদের কর্মসংস্থান হচ্ছে না, সেখানে নতুন করে কয়েকটি ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়া চলমান। এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করে প্রতি বছর শত শত বেকার যুবক বের হচ্ছে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- নবসৃষ্ট উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ দিতে হবে , ভিএফ ও সমমানের পদে ডিপ্লোমা ইন লাইভস্টক সংযুক্ত করা এবং ৭০ শতাংশ পদে অগ্রাধিকারের ভিত্তিতে ডিপ্লোমাধারীদের নিয়োগ দিতে হবে, ভিএফএ ও সমমানের পদে ডিপ্লোমাধারীদের প্রশিক্ষণের যে বাধ্যবাধকতা রয়েছে, তা বাতিল করে সরাসরি চূড়ান্ত নিয়োগের ব্যবস্থা নিতে হবে।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ডিপ্লোমা ইন লাইভস্টকের শিক্ষার্থীরা প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগবিধি সংশোধনের দাবিতে প্রথম বিক্ষোভ সমাবেশ পালন করে এবং পরবর্তীতে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি হিসেবে মঙ্গলবার তিনদফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।
এআই