এইমাত্র
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডে ৫ মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ
  • সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, আটকা ৭১ যাত্রী
  • ভাঙছে ইন্ডিয়া জোট!
  • স্বর্ণ চোরাচালানের অভিযোগে চট্টগ্রামে উড়োজাহাজ জব্দ
  • ওমরাহ পালনকারীদের জন্য সু-সংবাদ দিলো সৌদি আরব
  • ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
  • সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
  • কনস্টাসকে ধাক্কা দিয়ে সাসপেন্ড হতে পারেন কোহলি
  • সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন
  • কুর্দি যোদ্ধাদের কবর রচনার হুঁশিয়ারি এরদোগানের
  • আজ শুক্রবার, ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪
    রাজনীতি

    ভারতীয় বেডশিটে আগুন, দেশীয় কাপড় বিক্রি করলেন রিজভী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম

    ভারতীয় বেডশিটে আগুন, দেশীয় কাপড় বিক্রি করলেন রিজভী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম

    রাজশাহীতে ভারতীয় পণ্যের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতে ভারতীয় বেডশিটে আগুন দিয়ে দেশীয় কাপড় বিক্রি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজশাহীর ভুবন মোহন পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    "দেশীয় পণ্য কিনে হও ধন্য" শীর্ষক এই অনুষ্ঠানে রিজভী রাজস্থানের জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট ছুঁড়ে ফেলে তাতে কেরোসিন ঢেলে আগুন ধরান। এরপর উপস্থিত নেতাকর্মীরাও ভারতীয় পণ্যের বিরোধিতা করেন।

    প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে সেখানে স্বল্পমূল্যে দেশীয় কাপড় বিক্রি করা হয়। রিজভী নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে ২০০ টাকায় শাড়ি ও ১০০ টাকায় লুঙ্গি বিক্রি করেন। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এসব কাপড় সংগ্রহ করেছিলেন।

    অনুষ্ঠানে রিজভী বলেন, "ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না, তাদের বন্ধুত্ব কেবল শেখ হাসিনার সঙ্গে।" তিনি ভারতীয় পণ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানান।

    তিনি আরও বলেন, "বাংলাদেশের পেঁয়াজের চাহিদা পূরণের সক্ষমতা থাকা সত্ত্বেও ভারতীয় পেঁয়াজ আমদানি করে দেশীয় কৃষকদের অবহেলা করা হয়। আমাদের টাঙ্গাইলের শাড়ি, কুমারখালির লুঙ্গি, জামদানি, রাজশাহীর সিল্ক বিশ্বখ্যাত। আমাদের এগুলোকে প্রাধান্য দেওয়া উচিত।"

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন ডা. রফিকুল ইসলাম, বিশ্বনাথ সরকার, মামুনুর রশিদ, এবং ওয়ালিউর রহমান রানা।

    এই কর্মসূচি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং দেশীয় পণ্যের গুরুত্ব তুলে ধরতে আয়োজন করা হয়। নেতারা মনে করেন, দেশীয় পণ্যের ব্যবহার বাড়িয়ে আত্মনির্ভরশীল হওয়া সময়ের দাবি।

    রিজভীর এই প্রতিবাদ সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে। দেশীয় পণ্যের প্রতি আরও আগ্রহী হতে সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…