এইমাত্র
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডে ৫ মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ
  • সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, আটকা ৭১ যাত্রী
  • ভাঙছে ইন্ডিয়া জোট!
  • স্বর্ণ চোরাচালানের অভিযোগে চট্টগ্রামে উড়োজাহাজ জব্দ
  • ওমরাহ পালনকারীদের জন্য সু-সংবাদ দিলো সৌদি আরব
  • ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
  • সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
  • কনস্টাসকে ধাক্কা দিয়ে সাসপেন্ড হতে পারেন কোহলি
  • সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন
  • কুর্দি যোদ্ধাদের কবর রচনার হুঁশিয়ারি এরদোগানের
  • আজ শুক্রবার, ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪
    রাজনীতি

    খালেদা জিয়া জনগণের পক্ষে থাকায় নির্যাতিত হয়েছেন: তারেক রহমান

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম

    খালেদা জিয়া জনগণের পক্ষে থাকায় নির্যাতিত হয়েছেন: তারেক রহমান

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের পক্ষে থাকার জন্য খালেদা জিয়াকে বারবার নির্যাতনের শিকার হতে হয়েছে। তার পরিবার এবং বিএনপির নেতাকর্মীরা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সব সময় ভূমিকা রেখেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তারেক রহমান বলেন, "আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের কল্যাণে কাজ করতে গিয়ে ষড়যন্ত্রকারীদের হাতে জীবন দিয়েছেন। আমার মা দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন, যার কারণে তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে। আমার ভাই আরাফাত রহমান কোকো ষড়যন্ত্রকারীদের অত্যাচারে শহীদ হয়েছেন।"

    তিনি আরও বলেন, "গত ১৫ বছরে বর্তমান স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি এবং সার্বিক উন্নয়ন ধ্বংস করেছে। দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে দেশকে দেউলিয়ার পথে নিয়ে গেছে। শিক্ষার্থীদের প্রাথমিক স্তর থেকে সচেতন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশ-বিদেশে কর্মক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।"

    তারেক রহমান বলেন, "দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হবে। প্রতিটি শিক্ষার্থীকে ইংরেজি এবং অন্যান্য দক্ষতায় পারদর্শী করা হবে। খেলাধুলায় উৎসাহিত করা হবে এবং প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত দক্ষ নাগরিক গড়ে তোলার ব্যবস্থা করা হবে।"

    এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, "দেশের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থাকে উন্নত করতে এবং যানজট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে।" তিনি আরও জানান, "জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে।"

    কর্মশালার উদ্বোধনী বক্তৃতায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, "সংস্কারের নামে নির্বাচন বিলম্বের কোনো চেষ্টা দেশ ও জাতির জন্য ক্ষতিকর হবে। রাষ্ট্র মেরামত এবং সংস্কারের কাজ নির্বাচিত সরকারের অধীনেই সম্ভব।"

    কুমিল্লা বিভাগীয় এই কর্মশালায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মশালা শেষে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ আয়োজনের নির্দেশ দেওয়া হয়। নেতাকর্মীরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হবে না বলে অঙ্গীকার করেন।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…