রাঙ্গামাটিতে উদ্ধার করা হয়েছে অজগর সাপ। দুপুর ১:৩০ মি. শহরের পৌর ভবন সংলগ্ন উন্নয়ন বোর্ডের বিশ্রামাগার এর দেয়ালের উপর থেকে অজগরটি উদ্ধার করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের রাঙ্গামাটির স্বেচ্ছাসেবক মোঃ আব্দুলাহ আল মামুন। পরে সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মামুন বলেন, আজকে একটি বার্মিজ পাইথন উদ্ধার করেছি। গত ২ দিন আগেও রাত ১১ টার দিকে একবার চেস্টা করে ব্যর্থ হই। আজকে দুপুরে দিনের আলোতে অজগর টিকে ধরতে সক্ষম হই। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি। সাপটি যদি উদ্ধার করতে না পারতাম তবে এর জীবন বিপন্ন হওয়ার শঙ্কা ছিলো।তাই চেষ্টা ছিল সাপটিকে যে কোন ভাবে উদ্ধার করা।
বনবিভাগ সূত্র জানিয়েছে,আজ দুপুরের দিকে দুইজন ব্যক্তি একটি অজগর সাপ উদ্ধার করেছে বলে আমাদেরকে অবহিত করেন। খবর পেয়ে আমরা গিয়ে অজগর সাপটি উদ্ধারকারীর কাছ থেকে নিয়ে আসি। উদ্ধারকৃত অজগরটি সুবিধাজনক সময়ে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। মাঝেমধ্যে এ ধরনের অজগর সাপ লোকালয়ে চলে আসে এগুলোকে না মেরে বন বিভাগ কে খবর দিলে তারা সেটি উদ্ধার করে অবমুক্ত করতে সক্ষম হবে।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর রাত এগারোটায় একই স্থানে সাপটি দেখতে পেয়ে এলাকাবাসী বনবিভাগকে খবর দিলে বনবিভাগের কর্মীরা সাপটি উদ্ধারে ব্যর্থ হয়।
এমআর