এইমাত্র
  • ত্রিশালে দেশী জাতের শিম চাষ করে কৃষক তারা মিয়ার চমক
  • রুপপুরে চারতলা থেকে লাফ দিয়ে রুশ নারীর মৃত্যু
  • শিবচরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
  • জাতীয় দল থেকে জাতীয় দলে আর খেলছি না: তামিম
  • উত্তরা ও তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • মোহাম্মাদপুরে বাসা থেকে সোনা লুট, ৩২ ভরি উদ্ধারসহ গ্রেফতার ২
  • ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন ঢাবি উপাচার্য
  • বিদায়ী বছরে দুর্ঘটনায় সড়কে ৯২৩৭ জনের প্রাণহানী
  • ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী জনসংযোগ ৬ থেকে ১১ জানুয়ারি
  • রাজনৈতিক সংকটে দক্ষিণ কোরিয়া
  • আজ শনিবার, ২১ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    গলাচিপায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ পিএম

    গলাচিপায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ পিএম

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় গলাচিপা উপজেলা সাবরেজিস্টার অফিসের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

    র‍্যালিতে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম দুর্জয় রুবেল এবং সদস্য সচিব সাব্বির আহমেদ প্রিতম। এছাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ এমদাদুল ও সদস্য সচিব অনিক বিশ্বাস এবং সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব নুহ্ নাসির উল্লাহ হাবিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন।

    র‍্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহীন, ভিপি শহিদুল ইসলাম মোল্লা, মাসুম বিল্লাহসহ অন্যান্য শীর্ষ নেতারা।

    র‍্যালি শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, "ছাত্রদল দেশের ছাত্রসমাজের অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ঐতিহ্যবাহী সংগঠন গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।"

    সমাবেশে বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে শেষ হয়।

    এদিকে, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আল নোমানের নেতৃত্বে উপজেলা বিএনপি কার্যালয় থেকে আরেকটি র‍্যালি বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই র‍্যালিতে অংশ নেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান ইমরান, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…