টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে দরিদ্র ও অসহায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বুরো বাংলাদেশ।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) কাতুলী ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম।
বাগবাড়ি চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফসার উদ্দিন, বুরো বাংলাদেশ টাঙ্গাইল শাখার আঞ্চলিক ব্যবস্থাপক মো. সামছুল আলম, ছিলিমপুর এলাকার ব্যবস্থাপক মো. সাদিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বুরো বাংলাদেশের মূলকর্মসূচির অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুরো বাংলাদেশ সব সময় সরকারের সহযোগী হিসেবে জনকল্যাণে কাজ করে যাচ্ছে।
এআই