এইমাত্র
  • বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন চালু করল সৌদি
  • মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি
  • সিএনজি থেকে নামিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • কেউ সচেতন ভাবে কাজ করতে আসে না, তারা আসে ফায়দা লুটতে: প্রয়াত অভিনেতা প্রবীর মিত্র
  • শহীদ পরিবার ও আহতদের আজীবন পুনর্বাসন করা হবে: নাহিদ
  • বিচার ব্যবস্থা এনালগ করে রেখেছেন পলককে আদালত
  • সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর নামে দুর্নীতির ২ মামলা
  • অনুমতি পেলে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে স্বাধীন তদন্ত কমিশন
  • বিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
  • বিদেশি বিনিয়োগ টানতে ‘অর্থনৈতিক কূটনীতির’ তাগিদ প্রধান উপদেষ্টার
  • আজ সোমবার, ২৩ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫
    বিনোদন

    চিরনিন্দ্রায় শায়িত হলেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম

    চিরনিন্দ্রায় শায়িত হলেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম

    হাসপাতালে ভর্তির আগে টানা ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান। ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। গত এক সপ্তাহ ধরে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে অঞ্জনাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে লাইফ সাপোর্ট দেয়া হয়।

    আজ দিবাগত রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন গুণী এ অভিনেত্রী। তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তথা এফডিসিতে। শেষবারের মতো এই চিত্রনায়িকাকে দেখতে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। জোহরের নামাজের পর প্রথম জানাজা শেষে অভিনেত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। এরপর অভিনেত্রীকে ঢাকার বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। শনিবার(০৪ জানুয়ারী) বিকেল ৩টা ১৫ মিনিটে তার দাফন সম্পন্ন হয়েছে বলে সংবাদমাধ্যম জানিয়েছেন অভিনেত্রীর ছেলে নিশাত রহমান মনি।

    আজ মধ্যরাতে গুনী এই অভিনেত্রী অঞ্জনা রহমান চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় তারকাদের মাঝে চলছে শোকের মাতম । সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের পাশাপাশি তারকারা শোকবার্তা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন মেগাস্টার শাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাস, শাবনূর, জয়া আহসান, পূজা চেরী, সাইমন সাদিক প্রমুখ।

    গেল ডিসেম্বরের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। জ্বর না কমলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। তবে অসুস্থতার কথা অঞ্জনা জানাতে চাননি।

    এ নিয়ে সংবাদমাধ্যমকে অঞ্জনাপুত্র বলেছিলেন, 'আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি। উনি ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি।'

    সেসময় দেশের একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছিল তার। পরে তাকে স্থানন্তরিত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। সেখানেই মৃত্যু হয় তার।

    প্রসঙ্গত, বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…