দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের ঠনঠনিয়া একইর এলাকায় মো. সাইফুল ইসলাম গিটু (৩২) নামে এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত আসামি কে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ১১টার দিকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম গিটু ওই এলাকার মৃত ইদ্রীস আলীর ছেলে।
বিরামপুর থানার উপপরিদর্শক(এসআই) মামুন জানান, গাঁজা সেবন করার সময় সাইফুল ইসলাম গিটুকে আটক করা হয়। আটকের পর আসামিও দোষ স্বীকার করে। পরে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত বলে জানান তিনি।
এআই