কক্সবাজারে টেকনাফে গহীন পাহাড়ী অরণ্যে এক বন্য বাচ্চা প্রসব করার করার পর এক বণ্য হাতির মৃত্যু হয়েছে। এরপর বন বিভাগে কর্মরত সদস্যরা ঘটনাস্থল থেকে হাতি (শাবক) বাচ্চাটিকে উদ্ধার করেছে।
তথ্য নিয়ে জানা যায, রবিবার (০৫ জানুয়ারি) বিকালের দিকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা এলাকার পাহাড়ের গহীন অরণ্য থেকে হাতির বাচ্চা শাবকটিকে উদ্ধার করেছে।
বিষয়টি সময়ের কন্ঠস্বরকে নিশ্চিত করেছেন, হোয়াইক্যং ইউনিয়নের আওতাধীন রেঞ্জ কর্মকর্তা মো. মিনার চৌধুরী।
তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে একটি বন্য মা হাতি বাচ্চা শাবকটিকে প্রসব করার সময় একটি মা হাতিটির মৃত্যু হয়েছে।
উক্ত খবরটি পাওয়ার পর রবিবার বিকালের দিকে হোয়াইক্যং বিটে কর্মরত বন বিভাগের একটি দল গহীন পাহাড়ী এলাকায় পৌঁছে ঘটনাস্থল থেকে হাতির বাচ্চা শাবকটিকে উদ্ধার করতে সক্ষম হয়। এরপর বাচ্চাটিকে বন বিভাগের অফিসে নিয়ে আসে। পাশাপাশি মৃত মা হাতিটিকে স্থানীয় জনতার সহায়তায় মাটি ছাপা দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া হাতির বাচ্চা শাবকটি ডুলাহাজারা সাফারি পার্ক পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান এই কর্মকর্তা।
এআই