গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হামাস ও ইসরায়েলসহ বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনায় চলছে, তবে এই আলোচনার অগ্রগতি খুবি অল্প। হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বিবিসির সাথে ৩৪ জিম্মির একটি তালিকা শেয়ার করেছেন। ফিলিস্তিনি গোষ্ঠী বলেছে যে তারা ইসরায়েলের সাথে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে তাদেরকে মুক্তি দিতে ইচ্ছুক।
তবে তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে কতজন বেঁচে আছেন তা এখনও স্পষ্ট নয়। তবে হামাস বলেছে বেশ কয়েকজন জিম্মি অসুস্থ, তাদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় দুজন শিশু, ১০ জন নারী, ১১ জন বৃদ্ধ পুরুষ এবং ১১ জন ৫০ বছরের কম বয়সী পুরুষ রয়েছেন।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর হামাসের বিবৃতি অস্বীকার করে দাবি করেছে, হামাস প্রস্তাবিত বিনিময়ের জন্য কোনো বন্দীর নাম দেয়নি। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ‘এখন পর্যন্ত, হামাস কোনো বন্দীর নামের তালিকা সরবরাহ করেনি।’
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির প্রচেষ্টায় দোহায় আলোচনা অব্যাহত আছে। যেখানে কাতারের এবং মিসরীয় মধ্যস্থতাকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাইডেন প্রশাসনও হামাসকে জানিয়েছে, ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরিবর্তন হতে যাওয়ার আগে একটি চুক্তি চূড়ান্ত হওয়া উচিত।
এবি