কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক দুর্ঘটনায় সাঈম (৩) ও আলী হোসেন (৫৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে।
নিহত শিশু সাঈম উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের ইদ্দিস আলীর ছেলে। ও আলী হোসেন চকদিগা এলাকার মরহুম মাছুম আলীর ছেলে।
রবিবার (০৫ জানুয়ারি) বিকেলে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে গিয়ে শিশু সাঈমের মৃত্যু হয়।
এদিকে, রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের চকদিগা গ্রামে আলী হোসেন দুপুরে নিজ বাড়ির মোটর পাম্প চালু করতে গিয়ে বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মোবারক হোসেন দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এআই