গভীর রাতে বাগেরহাট জেলা পুলিশ ও পুনাক এর উদ্যোগে সুবিধা বঞ্চিত, ছিন্নমূল,অসহায়,দরিদ্র,প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নিজ হাতে কম্বল বিতরন করেছেন পুলিশ সুপার তৌহিদুল আরিফ ও পুনাক সভানেত্রী মিসেস শোভা আরিফ।
রবিবার (৫ জানুয়ারী) দিবাগত গভীর রাতে জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজেদের হাতে এসব কম্বল বিতরন করেন তারা। পুলিশ সুপার এসময়ে সাংবাদিকদের জানান বিগত কয়েকদিন ধরে বাগেরহাটে শৈত্য প্রবাহ চলমান রয়েছে এতে করে ভাসমান,ছিন্নমূল,অসহায় দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী শীতে প্রচন্ড কষ্ট ভোগ করছেন।
তাদের কিছুটা কষ্ট লাঘবে তাই রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখে প্রকৃত যারা এই কম্বল পাওয়ার দাবীদার তাদেরকে বেছে বেছে এই কম্বল দিচ্ছি এবং পর্যায়ক্রমে জেলার সকল স্হানে এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন এসময়ে উপস্থিত ছিলেন।।
এমআর