ভোলা সদর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এর আগে, রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পশ্চিম ধনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রূপা খাতুন ওই গ্রামের মো. রাফসান মিয়ার স্ত্রী। গেল ৯ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। প্রথম দিকে তাদের সাংসারিক জীবন ভালো কাটলেও গত ২ থেকে ৩ মাস ধরে রূপা পারিবারিক ঝামেলায় ছিলেন বলে জানা যায়।
রূপা খাতুনের পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে রূপা তার স্বামীকে ঝালমুড়ি আনতে স্থানীয় একটি বাজারে পাঠায়। ঝালমুড়ি নিয়ে এসে রাফসান দেখেন তার স্ত্রী ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। রূপা কী কারণে আত্মহত্যা করেছে তা কেউই জানে না। রূপার মৃত্যু নিয়ে তার পরিবারেরও কোনো ধরনের অভিযোগ নেই।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ জানান, রূপার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
এইচএ