ভোলায় বিয়ের ৮ মাসের মাথায় রুপা (২৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোমবার ( ৫ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার ধনিয়া ইউনিয়নের পশ্চিম ধনিয়া গ্রামের আব্দুল মন্নানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ রুপা ওই গ্রামের রাফসানের স্ত্রী। একই উপজেলার বাপ্তা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মো. শাহিনের মেয়ে।
নিহতের স্বজনরা সময়ের কন্ঠস্বরকে জানান, প্রায় ৮ মাস আগে পারিবারিকভাবে রাফসানের সঙ্গে বিয়ে হয় রুপার। বিয়ের পর তাদের সংসার ও দাম্পত্য জীবন ভালোই চলছে। প্রতিদিনের মত গতকাল রাতেও রুপা তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এর পর আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি এমন সময় আমাদের কাছে খবর আসে রুপা গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। এর পর এসে দেখি রুপা মারা গিয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
এমআর