নেত্রকোনায় কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন বিতরণে ব্যাপক দুর্নীতি ও অনিয়েমের অভিযোগে দুদকের অভিযান চলমান।
মঙ্গলবার(৮ জানুয়ারী) দুপুর ১২ টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে এ অভিযান শুরু করেন ময়মনসিংহ উপ-পরিচালকের কার্যালয় থেকে আগত দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক মোঃ বুলু মিয়ার নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করা হচ্ছে। নিউজ লিখা পর্যন্ত অভিযান চলমান রয়েছে, মাঠ পর্যায়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করার জন্যে কাজ করে যাচ্ছে দুদক।
এমআর