জামালপুরের সরিষাবাড়ীতে বাপের বাড়ি থেকে ফিরে শ্বশুর বাড়িতে এসে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত হাসি বেগম (৩০) দুই সন্তানের জননী পোগলদিঘা গ্রামের কাদের মিয়ার ছেলে মো. আরিফুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত হাসি বেগম একই ইউনিয়নের বলারদিয়ার (চৌধুরী মোড়) এলাকার আব্দুল হকের মেয়ে। সে শুক্রবার সকালে বাপের বাড়ি থেকে স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে চলে আসেন। পরে শ্বশুর বাড়িতে এসে সবার চোখের আড়ালে ধর্ণার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ।
হাসি বেগমের স্বামী আরিফুল ইসলাম বলেন, ‘এক সাথে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে আসা হয় তাদের। পরে পোশাক খুলে বাড়ি থেকে তিনি পেঁয়াজের ক্ষেতে কাজ করতে যান। সেখান থেকে এসে দেখেন ঘরে ধর্ণার সাথে তার স্ত্রীর দেহ ঝুলে আছে।
তিনি আরো বলেন, তার স্ত্রী বেশ কিছুদিন যাবত মানসিকভাবে অসুস্থ্য ছিলেন এবং তার চিকিৎসাও চলমান আছে।
সরিষাবাড়ী থানার এস আই ছাইফুল ইসলাম বলেন, ‘সংবাদ শুনে ঘটনাস্থল পরির্দশন করা হয়। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় মানবিক কারনে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এইচএ