বরিশাল নগরীতে পৃথক মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি’র বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে মিছিল নিয়ে বর্তমান কমিটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
অপরদিকে, মহানগর বিএনপির পদ বঞ্চিত সাবেক নেতারা নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ঢাকায় হাইকমান্ডের সঙ্গে বৈঠক শেষে সড়ক পথে শনিবার দুপুরে বরিশাল ফেরেন।
এসময় নেতাকর্মীরা তাদের নিয়ে মিছিল করে নগরীর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে যোগ দেন।
অন্যদিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল পৃথক লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক সহ-সভাপতি সৈয়দ আহসান কবির হাসান ও একেএম শহিদুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন, সাইফুল আনম আজিম, হোসেন চৌধুরী ও মাহাবুবুল হক পিন্টু প্রমুখ।
এসময় সাবেক নেতা-কর্মীরা নগরীর বিভিন্ন শ্রেণির পেশার মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন।
এইচএ