এইমাত্র
  • তাহসানের দ্বিতীয় বিয়ের পর লাইভে মিথিলার কান্না, যা জানা গেল
  • ঢাকায় দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কোপাল দুর্বৃত্তরা
  • আবারো ডিসপ্লেতে ভেসে উঠল ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে!
  • টিউলিপের বিরুদ্ধে বেরিয়ে আসছে আরও অভিযোগ
  • চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ছে: সারজিস আলম
  • সমন্বয়ক হান্নান মাসউদ ও রাসেলকে অবরুদ্ধ করে হামলা
  • এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন সাকিব
  • ৪৩তম বিসিএসের ২৬৭ জনকে সহকারী কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
  • দেশে চোরতন্ত্র তৈরি করেছিলো শেখ হাসিনা: প্রেস সচিব
  • তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
  • আজ রবিবার, ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    আবারো ডিসপ্লেতে ভেসে উঠল ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে!

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১১:১৮ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১১:১৮ পিএম

    আবারো ডিসপ্লেতে ভেসে উঠল ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে!

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১১:১৮ পিএম

    চুয়াডাঙ্গা জেলার জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ‘ ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এর আগে জীবননগর একটি স্কুলে মূল ফটোকের ডিসপ্লে তে আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে এমন একটি কথা ভেসে ওঠে তার কয়েকদিনের মাথায় আবারও মহিলা ডিগ্রী কলেজের ডিসপ্লেতে এই কথা ভেসে উঠলো

    শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যারর পর জীবননগর পৌর সভার লক্ষীপুর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল ডিসপ্লেতে এই লেখাটি ভেসে ওঠে ।

    ইতোমধ্যে ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

    প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যার পরে জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘ ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাটি দ্রুত প্রশাসনকে জানানো হয়।

    জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম জানান, কলেজের সার্ভারে ডিজিটাল ডিসপ্লেতে ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের পরে ভেসে ওঠে। স্থানীয়রা দেখেই মোবাইল ফোনে জানালে দ্রুত বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার ও জীবননগর থানার অফিসার ইনচার্জকে জানাই । উপজেলা নির্বাহী অফিসারে নিদেশে জীবননগর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন। কিন্ত এটা কি ভাবে হলো এটা আমাদের জানা নেই।

    জীবননগর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম বলেন,একটি সরকারি প্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের নাম ভেসে উঠে কি ভাবে। এটা আমাদের জানা নেই তবে এটা সুষ্ঠ তদন্ত হওয়া দরকার। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এর আগেও একটি স্কুলে মূল ফটকের ডিসপ্লেতে এরকম কথা ভেসে উঠেছে।

    জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনাটি শোনা মাত্র আমরা কলেজে যায়। সেখানে যেয়ে সাইনবোর্ডটি বন্ধ করে দেওয়া হয়। তবে বিষয় টা তদন্ত করা হচ্ছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…