সময়টা মোটেও ভালো যাচ্ছে না অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের। বরাবরই নিজেকে আলোচনার কেন্দ্রে রাখতেন তিনি। উপস্থাপনা অনুষ্ঠানে অতিথিকে বিতর্কিত প্রশ্ন করায় বা অপমান করার কারণেও বারবার কটাক্ষের স্বীকার হয়েছেন।সময়টা মোটেও ভালো যাচ্ছে না অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের। বরাবরই নিজেকে আলোচনার কেন্দ্রে রাখতেন তিনি। উপস্থাপনা অনুষ্ঠানে অতিথিকে বিতর্কিত প্রশ্ন করায় বা অপমান করার কারণেও বারবার কটাক্ষের স্বীকার হয়েছেন।
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। সম্প্রতি এক পোস্ট দিয়ে শাহরিয়ার নাজিম জয় উল্লেখ করেছেন, 'অভিনয় ক্যারিয়ারের ২৫বছর পার করলাম। নানান উত্থান পতন সাফল্য এবং ব্যর্থতায় যা অর্জিত হয়েছে তা হচ্ছে অভিজ্ঞতা।'
তিনি লিখেন, অভিনয় ক্যারিয়ারের ২৫বছর পার করলাম। নানান উত্থান পতন সাফল্য এবং ব্যর্থতায় যা অর্জিত হয়েছে তা হচ্ছে অভিজ্ঞতা। মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের অজস্র অভিমান। আহ যদি শুধু অভিনেতা ই হতে পারতাম! তাহলে হয়তো শুধু ভালবাসাটাই পেতাম। অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরো মধুর হত। এক জীবনে শত জীবনের বৈচিত্র নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোন কাজে নেই। আমি এখন জিম্মি। বলেনতো জিম্মি কি?'
জানা গেছে, আশফাক নিপুণ পরিচালিত 'জিম্মি' ওয়েব সিরিজে অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয়। এতে প্রধান চরিত্রে আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে এই সিরিজে জয়ের অভিনয় করা না করা নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা এখনো আসেনি। উপস্থাপকের পোস্টে নিজেকে জিম্মি দাবি করা এবং জিম্মি কি প্রশ্ন ছুঁড়ে দেয়ায় শোবিজের অনেকে মনে করছেন জয়া আহসান অভিনীত আশফাক নিপুণ পরিচালিত 'জিম্মি' ওয়েব সিরিজে দেখা যেতে পারে এই অভিনেতা ও উপস্থাপককে।