চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ। ইলিয়াছ সর্বশেষ চসিক নির্বাচনে ২৬নং কাউন্সিলর হিসেবে দ্বায়িত্ব পালন করেন। ৫ ই আগষ্ট গণঅভুথ্যানের পর তিনি আত্নগোপনে চলে যান।
সোমবার (১৩ জানুয়ারি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।
তিনি সময়ের কন্ঠস্বরকে জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে রবিবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।আদালতের মাধ্যমে মো. ইলিয়াছকে কারাগারে পাঠানো হয়েছে।
মানবাধিকার কর্মী সম্রাটের স্ত্রীর করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় ইলিয়াছ ১ নম্বর আসামি।
এআই