বরগুনার পাথরঘাটায় দুই দিনব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার পরে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্ত্বর মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এমাদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন- পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল শিকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রানা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মাঠে পায়রা উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। এসময় স্টল ঘুরে ঘুরে দেখেন আগত অতিথিবৃন্দ। এবারের দুই দিনব্যাপী মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি স্টল অংশগ্রহণ করেছে।
এইচএ