দক্ষিণ আফ্রিকার পরিত্যক্ত এক স্বর্ণ খনি থেকে অন্তত ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমের ওই খনি থেকে অবৈধ খনি শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, জোহানেসবার্গ থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের স্টিলফন্টেইন শহরের খনিতে শতাধিক শ্রমিকের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে সোমবার কর্তৃপক্ষ ওই খনি থেকে মৃতদেহ উদ্ধার এবং জীবিতদের বের করে আনার চেষ্টা শুরু করে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের দু’দিনে অবৈধ খনন কাজের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মোট ১০৬ জন জীবিত অবৈধ খনি শ্রমিককে উদ্ধার এবং গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া রোববার আরও ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।
স্টিলফন্টেইন শহরের ওই স্বর্ণ খনিটি ভূপৃষ্ঠ থেকে দুই দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে অবস্থিত। সোমবার সেখান থেকে অবৈধ খনি শ্রমিক ও মৃতদেহ উদ্ধারের জন্য বিশেষ এক ধরনের মেশিন ব্যবহার করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ আফ্রিকানরা এই খনি শ্রমিকদের জুলু ভাষায় ‘‘জামা জামাস’’ বলে ডাকা হয়। তারা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অবৈধভাবে খনি থেকে স্বর্ণ সংগ্রহ করেন।
ওই খনিতে আরও শতাধিক অবৈধ শ্রমিক থাকতে পারেন বলে ধারণা করছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। মঙ্গলবার খনি এলাকা পরিদর্শনে গিয়ে দেশটির পুলিশবিষয়ক মন্ত্রী সেনজো মুচুনু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।
তবে খনিতে ঠিক কতজন শ্রমিক অবস্থান করছেন, সেই বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য জানাতে অস্বীকার করেন তিনি। তার কথায়, ‘‘পৃথিবীতে এমন কোনও উপায় নেই যে সেখানে থাকা শ্রমিকদের সংখ্যা নির্দিষ্ট করে বলা যায়। তবে আমি নিশ্চিত, খনিতে এখনও অনেক শ্রমিক আছেন। আমাদের এখানে থাকা প্রতিটি সংখ্যাই কেবল ধারণা।’’
এবি