"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই "এই স্লোগানে তারণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে নেত্রকোনায় পিঠা উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
বুধবার(১৫ জানুয়ারি) সকাল ১১টায় শহরের মোক্তাপাড়া পুরাতন কালেকক্টর মাঠে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তারাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
যুব উন্নয়নের উপপরিচালক ফারজানা পারভীন জানান, উৎসবে ৮টি স্টলে ১৮ জন নারী উদ্যোক্তা নিয়েছেন।
এতে বাহারি জাতের শীতকালীন প্রায় ২০ থেকে ২৫ ধরনের পিঠার পসরা সাজিয়ে বসে। পিঠা উৎসবে পিঠা বিক্রির পাশাপাশি বিভিন্ন কাপড়ের স্টলও দিয়েছেন উদ্যোক্তারা।
পিএম