যশোরের বেনাপোলে হত্যার আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য বিজ্ঞ আদালতের নির্দেশে এক বিএনপি নেতার মরদেহ কবর থেকে তোলা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি দুপুরে শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন এর উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়েছে।
নিহত আব্দুল আলিম (৪৫) বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত ফারাজ আলী মোড়লের ছেলে ও গাজীপুর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ২০২২ সালের ১৬ আগস্ট বেনাপোল বাজারে বিএনপির একটি দোয়া অনুষ্ঠানে হামলা করে একদল দুর্বৃত্ত। হামলায় বেনাপোলের আব্দুল আলিম মারাতœক ভাবে জখম হয়। চিকিৎসাধীন অবস্থায় একমাস পর ১৫ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। সে সময় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়। ২০২৪ সালের ১৮ নভেম্বর এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা হয়। যার বাদি আব্দুল আলিমের স্ত্রী হাসিনা খাতুন।
নিহত ভিকটিম বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা আব্দুল আলিমের মরদেহ বিজ্ঞ আদালতের নির্দেশে শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন এর উপস্থিতিতে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী হাছিনা খাতুন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৬৫ জন নেতাকর্মীকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গত ৮ জানুয়ারি আওয়ামী লীগ ও যুবলীগের ১১ আসামি আদালতে আত্মসমর্পণ করে। এ সময় আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকীরা পলাতক রয়েছে।
এইচএ