মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জেএমআই ফিলিং স্টেশনের সামনে থেকে ২৮ কেজি গাঁজাসহ মো.রাজু ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) গভীর রাতে গজারিয়া উপজেলার জেএম আই ফিলিং স্টেশনের সামনে নিয়মিত টহল ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ রাজু কে গ্রেফতার এবং একটি টয়োটা কেবিন পিকআপ যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো থ ১১-৯৮৭৬ সহ জব্দ করা হয়। সে কুমিল্লা জেলার সদর উপজেলার দৌলতপুর গ্রামের মো. সেলিম রেজার ছেলে।
র্যাব-১১ পুলিশ পরিদর্শক বিপ্লব ভৌমিক বলেন, গজারিয়া থানাধীন জেএম আই ফিলিং স্টেশনের সামনে নিয়মিত টহল ডিউটি করা কালীন গোপন তথ্যের ভিত্তিতে রাজু কে তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
পিএম