বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে চীফ অপারেটিং অফিসার মো. এনামুল হক তার বক্তব্যে বলেন, ১৯৯৪ সালের আজকের এই দিনে প্রতিষ্ঠাতা আরিফ সিকদারের হাত দিয়ে আম্বালা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে তাঁর নিরলস পরিশ্রমে আজ ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান গুলোর মাঝে আম্বালার একটি অবস্থান তৈরি হয়েছে। সকল সহকর্মীদের সহযোগিতায় আগামীতে দেশের প্রতিটি জেলায় নিজেদের কার্যক্রম পরিচালিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান বলে মনে করতে হবে। প্রতিষ্ঠান এগিয়ে গেলে নিজেরা ভালো থাকা যায়।
বক্তব্য শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন চীফ অপারেটিং অফিসার মো. এনামুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের প্রধান এসকে হাসানুজ্জামান, উপ-পরিচালক মিনহাজ মহসিন মিশু, সহকারি পরিচালক রাব্বি আলম মন্ডল, সহকারি পরিচালক রীপা খাতুন, সহকারি পরিচালক কাজী ফয়সাল ইসলাম, সহকারি পরিচালক মো. আব্দুল আলীমসহ আম্বালা আইটির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পিএম